Monday, October 20, 2014

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার 2014 এর বাংলা যুক্ত বর্ণ

      
যুক্ত eY©
শব্দ
বাক্য
হ্ম  =  +
ব্রাহ্মণ
তিনি একজন ব্রাহ্মণ।
জ্ঞ  =  +
বিজ্ঞ
তিনি একজন বিজ্ঞ লোক।
ঞ্জ  =  +
কেরানীগঞ্জ
আমি কেরানীগঞ্জে থাকি।
ষ্ণ = ষ+ণ
তৃষ্ণা
আমার তৃষ্ণা ফেয়েছে।
স্ব = স+ব               
স্বাধীন
বাংলাদেশ একটি স্বধীন দেশ।
স্থ = স+থ
স্বাস্থ্য
স্বাস্থ্যই সকল সুখের মূল।
স্ত = স+ত
অস্ত
র্সূয পশ্চিম দিকে অস্ত যায়।
ন্ম = ন+ম
জন্ম
আজ আমার জন্মদিন।
গ্য = গ+ য-ফলা (¨)
গ্যাস
প্রাকৃতিক গ্যাস আমাদের অমূল্য সম্পদ।
শ্চ = শ+চ
পশ্চিম
র্সূয পশ্চিম দিকে অস্ত যায়।
ঞ্চ = ঞ+চ
পঞ্চম
আমি পঞ্চম শ্রেণির একজন নিয়মিত ছাত্র।
ত্র = ত+ র-ফলা( ª)
ছাত্র
আমি পঞ্চম শ্রেণির একজন নিয়মিত ছাত্র।
দ্দ = দ+দ
উদ্দেশ্য
ভালো মানুষ হওয়াই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য
শ্য = শ+য-ফলা (¨)
উদ্দেশ্য
ভালো মানুষ হওয়াই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য
ঙ্গ = ঙ+গ
মঙ্গল
আমি তার মঙ্গল কামনা করি।
ন্ধ = ন+ধ
বন্ধু
অদ্রি আমার সবচেয়ে ভালো বন্ধু।
ল্প = ল+প
গল্প
সে খুব ভালো গল্প বলে।
ন্দ = ন+দ
সুন্দর
বই আমাদের মনকে সুন্দর স্বপ্নে ভরিয়ে তোলে।
দ্ধ = দ+ধ
যোদ্ধা
তিনি একজন মুক্তিযোদ্ধা।
স্ট = স+ট
স্টেশন
চলো স্টেশনে যাই।
ত্র্য = ত+র-ফলা( ª)+য-ফলা (¨)
বৈচিত্র্য
এত বৈচিত্র্য খুব কম দেশেই আছে।
চ্ছ = চ+ছ
ইচ্ছা
ইচ্ছা থাকলে উপায় হয়।
ত্ম = ত+ম
আত্মীয়
সে আমার আত্মীয়।
ন্ত = ন+ত
ক্লান্ত
আমি এখন খুবই ক্লান্ত।
ম্প =ম+প
সম্পদ
প্রাকৃতিক গ্যাস আমাদের অমূল্য সম্পদ।
গ্ধ =গ+ধ
মুগ্ধ
আমি বাংলান রূপ দেখে বার বার মুগ্ধ হই।
প্র = প+র-ফলা( ª)
প্রাণ
প্রাণের চেয়ে মান বড়।
ক্ত = ক+ত
ভক্ত
আমি তার একজন ভক্ত।
ষ্ম = ষ+ম
গ্রীষ্ম
এখন গ্রীষ্মকাল।
শ্ব = শ+ব
বিশ্বাস
আমি তোমাকে বিশ্বাস করি না।
স্ট্র = স+ট+র-ফলা( ª)
অস্ট্রেলিয়া
সে গতকাল অস্ট্রেলিয়ায় গেছে।
স্ম = স+ম
স্মরণ
আমি তাকে সব সময় স্মরণ করি।
দ্ব = দ+ব
দ্বার
ভোর হয়েছে দ্বার খোল।
ণ্ড = ণ+ড
প্রচণ্ড
বাইরে প্রচণ্ড বেগে বাতাস বইছে।
ন্ব = ন+ব
অন্বয়
পদের পরস্পর সর্ম্পককে অন্বয় বলে।
ট্ট =ট+ট
চট্টগ্রাম
সে গতকাল চট্টগ্রাম গেছে।
ধ্ব = ধ+ব
ধ্বংস
আমাদের নির্বিচারে বন ধ্বংস উচিত নয়।
ল্ল = ল+ল
ভাল্লুক
ভাল্লুক দেখতে খুব কালো।
হ্ন = হ+ন
চিহ্ন
সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও।
বৃ = ব+ঋ-কার
বৃষ্টি
ঝিরঝির বৃষ্টি পড়ছে।
ন্ন = ন+ন
রান্না
মা রান্না করে।
ক্র = ক+র-ফলা( ª)
বিক্রি
সে বাড়িটি বিক্রি করে দিল।
ম্ব = ম+ব
নম্বর
সে গণিতে 60 নম্বর পেয়েছে।
ষ্ট = ষ+ট
নষ্ট
অযথা সময় নষ্ট করো না।
ঙ্ক = ঙ+ক
ট্রাঙ্ক
জামা কাপড়গুলো ট্রাঙ্কে তুলে রাখ।
ম্ভ = ম+ভ
সম্ভব
ইচ্ছা থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়।
ত্ব = ত+ব
দায়িত্ব
রাষ্ট্রের প্রতি আমাদের কিছু দাযিত্ব ও কZ©e¨ রয়েছে।
ব্দ = ব+দ
শব্দ
শব্দ করো না।
জ্ব = জ+ব
জ্বর
সে তিন ধরে জ্বরে ভুগছে।
ত্ত = ত+ত
বিত্তবান
সে সমাজের একজন বিত্তবান মানুষ।
ষ্ট্র = ষ+ট+র-ফলা( ª)
রাষ্ট্র
রাষ্ট্রের প্রতি আমাদের কিছু দাযিত্ব ও কZ©e¨ রয়েছে।
হ্য = হ+য-ফলা (¨)
সহ্য
যারা সাহসী তারা মরণ যন্ত্রণাকেও সহ্য করে।
ন্ত্র = ন+ত+র-ফলা( ª)
যন্ত্রণা
যারা সাহসী তারা মরণ যন্ত্রণাকেও সহ্য করে।
প্ত = প+ত
রপ্তানী
বাংলাদেশ পাট রপ্তানী করে।
ক্স = ক+স
বাক্স
জামা কাপড়গুলো বাক্সে তুলে রাখ।
দ্ভ = দ+ভ
উদ্ভিদ
উদ্ভিদ আমাদের খাদ্য দেয়।
দ্ম = দ+ম
পদ্ম
পুকুরে পদ্ম ফুটেছে।
ষ্ক = ষ+ক
আবিষ্কার
র্মাকনী রেডিও আবিষ্কার করেন।
দ্র = দ+র-ফলা( ª)
দ্রুত
সে দ্রুত চলে গেল।
স্প = স+প
র্স্পশ
আমাকে র্স্পশ করো না।
ব্ধ = ব+ধ
স্তব্ধ
আমি তার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম।
ন্য = ন+য-ফলা (¨)
জঘন্য
সে একজন জঘন্য খারাপ লোক।
ন্ম = ন+ম
জন্ম
আজ আমার জন্মদিন।
ষ্প = ষ+প
বাষ্প
পানি ফুটালে বাষ্প হয়।
ভ্র = ভ+র-ফলা( ª)
ভ্রমর
ভ্রমর ফুলে ফুলে উড়ে বেড়ায়।
প্ন = প+ন
স্বপ্ন
বই আমাদের মনকে সুন্দর স্বপ্নে ভরিয়ে তোলে।
ণ্ঠ = ণ+ঠ
কণ্ঠ
ভোরে আমরা পাখির কণ্ঠে কিচিরসমচির গান শুনি।
স্ন = স+ন
স্নান
স্নান করে এসো।
ঙ্খ = ঙ+খ
শঙ্খ
হিন্দুরা শঙ্খ বাজিয়ে পূজা করে।
ক্ক = ক+ক
অক্কা
চোরটি জনগণের প্রহারে অকালে অক্কা পেল।
শ্র =শ+র-ফলা( ª)
পরিশ্রম
পরিশ্রম সফলতার চাবিকাঠি।


No comments:

Post a Comment